বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোনাল্ডো

ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোনাল্ডো 

2017-11-18_5_178223

বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ঐতিহ্যবাহী ব্যালন ডি’অর পুরস্কার জয়ের ব্যপারে বরাবরের মতই এবারও দারুন আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
আগামী ৭ ডিসেম্বর দেয়া হবে ২০১৬/১৭ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। বছরের সেরা এই পুরস্কারের জন্য রোনাল্ডোই অন্যতম ফেবারিট। বিশেষ করে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা অর্জনে রোনাল্ডোর ভূমিকা ছিল সর্বাগ্রে। ফ্রেঞ্চ দৈনিক এল’ইকুয়েপ এ দেয়া এক সাক্ষাতকারে এই পর্তুগীজ তারকা বলেছেন, ‘গত মৌসুমটা ছিল ব্যতিক্রম। আমরা লীগ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছি। যেখানে আবারো আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি যদি ব্যালন ডি’অর জিতি তবে সেটা হবে অসাধারণ’
এবার যদি রোনাল্ডো এই পুরস্কার জিততে পারেন তবে সেটা বার্সেলোনা সুপারস্টার মেসির সাথে সমান পাঁচবার হবে। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন এই তারকা ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই পুরস্কার জয় করেছিলেন। অন্যদিকে ৩২ বছর বয়সী রোনাল্ডো জিতেছেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।
গত মৌসুমে অসাধারণ সমাপ্তির পরে চলতি মৌসুমে রোনাল্ডো ও রিয়াল মাদ্রিদের শুরুটা কিছুটা ধীর গতির হয়েছে। ‘সিআরসেভেন’ লা লিগায় এ পর্যন্ত মাত্র একটি গোল করেছেন। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাদ্রিদ ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
রোনাল্ডো বলেন, ‘কোনকিছুই আজীবনের জন্য নির্ভুল নয়, কোন খেলোাড়ই পুরো মৌসুম শতভাগ দিতে পারে না। একটা সময় আসে যখন অন্যদের থেকে নিজেকে ভাল মনে হয়। তারপরেও কোন মৌসুমই কারো একরকম যায় না। আমরা এখন ভিন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আমাদের এটা মেনে নিতে হবে। তার অর্থ এই নয় যে সবসময়ই পরিস্থিতি এমনই থাকবে। অবশ্যই এটা পরিবর্তিত হবে।’
রোববার রোনাল্ডোর ঘরে এসেছে নতুন অতিথি। তার বান্ধবী জর্জিনা রডরিগুয়েজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই নিয়ে চতুর্থবারের মত বাবা হলেন রোনাল্ডো। আর নতুন অতিথিকে পেয়ে দারুন উচ্ছ্বসিত পর্তুগীজ তারকা বলেছেন, এখন ঘরে আওয়াজ একটু বেশি হচ্ছে, কিন্তু আমি এটা দারুন উপভোগ করছি। সন্তানদের সান্নিধ্যে সত্যিকার অর্থেই আমি খুব গর্বিত। চারজন যথেষ্ট নয়, আমি আরো চাই। সাতটি সন্তানের পাশাপাশি সাতবার ব্যালন ডি’অর জিততে চাই। যতদিন খেলব ততদিনই সবকিছু জয় করতে চাইব। এখন আমার স্বপ্ন হচ্ছে পঞ্চম ব্যালন ডি’ অর জয় করা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone