বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বেতনের দাবিতে শ্রমিক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ২০

বেতনের দাবিতে শ্রমিক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ২০ 

savar ai

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হয়েছে অন্তত ২০ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শিল্পাঞ্চলের নতুন পাড়া এলাকায় ফা এ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ২ মাসের বেতন বকেয়া রেখে গত ১৫ জানুয়ারি থেকে ওই কারখানাটিতে উৎপাদন বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ ঘটনায় বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। কিন্তু বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে দুই শতাধিক শ্রমিক একজোট হয়ে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে প্রায় আধাঘণ্টার মত যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকদের দাবি।

আশুলিয়া শিল্প-পুলিশের পরিচালক এসপি মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone