বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অবশেষে ক্ষমা চাইলেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী

অবশেষে ক্ষমা চাইলেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী 

1653789_370809553060084_110866856_n

এইদেশ এইসময়,ডেস্ক : মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বসেই ধূমপান করার ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

আগামীতে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে আর ধূমপান করবেন না বলেও তিনি অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার দুপুরে ক্ষমা চাওয়াসহ তার অঙ্গীকারের কথা জানান মন্ত্রী নিজেই।

একইদিন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধূমপান করা আমার ঠিক হয়নি। অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

উল্লেখ্য, সোমবার বিকেলে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বসেই সিগারেটে সুখটান দেওয়ার ঘটনায় কয়েকশ শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিরা হতবাক হয়ে যান। ওঠে সমালোচনার ঝড়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone