বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় একদিনের ছুটি উপভোগ করলো পানামা

বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় একদিনের ছুটি উপভোগ করলো পানামা 

2017-10-12_5_292323

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় সারা দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষনা করেছিলেন পানামার রাষ্ট্রপতি জুয়ান কার্লোস ভারেলা। মধ্য আমেরিকার দেশ হিসেবে এই প্রথম বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে পানামা। সেই উপলক্ষে মঙ্গলবার সারা দেশে সরকারী ও বেসরকারী সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা করা হয়।
এক টুইটার বার্তার ভারেলা ঘোষণা দিয়েছেন, ‘এটা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এ কারণেই আমি দেশবাসীর জন্য একদিনের ছুটি ঘোষণা করছি।’
মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় পানামা। আর এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়। এই জয়ে কনকাকাফ বাছাইপর্ব থেকে মেক্সিকো ও কোস্টা রিকার পিছনে তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করে পানামা। তবে এই অঞ্চল থেকে দুঃখজনক ভাবে বাদ পড়ে যুক্তরাষ্ট্র।
ফুটবল পানামার জাতীয় খেলা না হলেও ধীরে ধীরে বেসবল ও বক্সিংয়ের পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone