বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দাইয়ূর এইচআর টিমের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দাইয়ূর এইচআর টিমের সাক্ষাৎ 

2017-09-26_6_213211

2017-09-26_6_213211

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে কোরিয়ান দাইয়ূ ইএন্ডসি কনস্ট্রাকশন কোম্পানির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
আজ রাজধানীর ইস্কাটনন্থ প্রবাসী কল্যাণ ভবনে সাক্ষাৎকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের জেনারেল ম্যানেজার জোং-হুয়ান লিম।
আগামীতে আরো বাংলাদেশী কর্মী নিয়োগের আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কোরিয়ান কোম্পানি সারা বিশ্বে সুনামের সাথে কন্সট্রাকশন খাতে কর্মী নিয়োগ করে থাকে।
তিনি বাংলাদেশী কর্মী নিয়োগে দাইয়ূ ইএন্ডসি কনস্ট্রাকশনকে সকল ধরনের সহযোগিতারও আশ^াস দেন।
জোং-হুয়ান লিম বাংলাদেশের কর্মীদের প্রশংসা করে বলেন, এখানকার কর্মীরা অনেক পরিশ্রমী ও বিশ্বস্ত।
এ সময় বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো: সেলিম রেজা ও শ্রম-অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অন্যন্যের মধ্যে যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, কোম্পানির গ্লোবাল এইচআর এন্ড সার্ভিস টিমের ম্যানেজার হয়োনোউ এসইও উপস্থিত ছিলেন।
দাইয়ূ কোম্পানির আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, ইউএই, কেএসএ, কুয়েত, ইরাক, কাতারসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মীরা কাজ করছে। অতিদ্রুত তারা ওমান, লিবিয়া ও ইরাকের বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশী কর্মী নিয়োগের প্রচেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone