বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ

নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ 

mudra ai

এইদেশ এইসময়, ঢাকা : চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের এ মুদ্রানীতি আগের মতোই ভারসম্যপূর্ণ থাকছে বলে জানা গেছে।

আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে গভর্নর ড. আতিউর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন।

মুদ্রানীতিতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যাংকার, প্রাক্তন গভর্নর, প্রাক্তন মন্ত্রী, সাংবাদিক-কলামিস্ট, সাবেক অর্থ উপদেষ্টা, প্রাক্তন সচিবসহ মুদ্রানীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ নেয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বিচার-বিশ্লেষণ করেই মুদ্রানীতি প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ৬ মাস অন্তর বাংলাদেশ ব্যাংক আগাম মুদ্রানীতি ঘোষণা করে।

মুদ্রানীতিতে আগামী দিনে আর্থিক খাত পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান স্পষ্ট করা হয়। পরবর্তী ৬ মাসে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে তার একটা ধারণা মুদ্রানীতি ঘোষণায় স্থান পায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone