বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ

মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ 

mohi ai

আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালত চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমানের আদালত এ পরোয়ানা জারি করেন।

তত্ত্ববধায়ক সরকারের আমলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তৎকালীন মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে।

আদালত সূত্রে জানা গেছে, আদালত মামলাটির অভিযোগ গঠনের পর ২০০৮ সালে এর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু এর মধ্যে মহিউদ্দিনের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

মামলার বাদী পক্ষ দুদকের বিশেষ পিপি এডভোকেট মাহমুদুল হক জানান, হাইকোর্ট সম্প্রতি কার্যক্রম স্থগিতাদেশ তুলে নিয়ে মামলার কার্যক্রম চালানোর জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন। এ আদেশের কপি বিভাগীয় বিশেষ জজ আদালতে পৌঁছার পর আজ সোমবার চারজনের সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যগ্রহণ চলাকালে হাজির না থাকায় আসামি মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে, আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone