বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ট্রট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ট্রট 

প্রায় দেড় বছর আগে মানসিক অবসাদজনিত কারণে হুট করেই অ্যাশেজ সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন জোনাথন ট্রট। তার পর আবার দলে ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের জন্য। ১-১ ব্যবধানে সিরিজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান।

2

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি বড় নয় ট্রটের। কিন্তু মাত্র ছয় বছরের ক্যারিয়ারে দারুণ কিছু কৃতিত্ব অর্জন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০০৯ সালের অ্যাশেজ সিরিজে অভিষেক ম্যাচেই করেছিলেন দারুণ এক শতক। তার পর মোট ৫২টি টেস্ট খেলে ৪৪.০৮ গড়ে করেছেন ৩,৮৩৫ রান। শতক হাঁকিয়েছেন নয়টি। অর্ধশতক ১৯টি। ইংল্যান্ডের দুটি অ্যাশেজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ট্রট। ২০১১ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য ভালো নৈপুণ্য দেখাতে পারেননি ট্রট। তিন টেস্টের ছয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে করেছেন মাত্র ৭২ রান। সিরিজ শেষে দিয়ে ফেলেছেন অবসরের ঘোষণা, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। কিন্তু আমি ইংল্যান্ডের জন্য যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারছি না। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করেছিলাম। কিন্তু এখন হতাশ লাগছে যে এই সুযোগ কাজে লাগাতে পারলাম না। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমাকে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। সমর্থকদেরও ধন্যবাদ দেব সমর্থন দেওয়ার জন্য।
0
Advertisement

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone