বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » শিল্প-সাহিত্য » শিল্পকলায় কাল ‘নিশিমন বিসর্জন’

শিল্পকলায় কাল ‘নিশিমন বিসর্জন’ 

silpo

এইদেশ এইসময়, ঢাকা : আগামী ২৭ জানুয়ারী, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নিশিমন বিসর্জন’।

‘নিশিমন বিসর্জন’ মহাকাল নাট্য সম্প্রদায়ের ২৭তম প্রযোজনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে নির্মিত এ নাটকটির ৪৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বলে মহাকাল সূত্রে জানা গেছে।

নাটকটির নব নাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মোঃ শাহনেওয়াজ, কামরুজ্জামান সবুজ, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, জাহিদুল কামাল চৌধুরী দিপু, ইকবাল চৌধুরী, ইমতু, শিখা দাশ, বাঁধন, সোনিয়া, নিভেল হাওলাদার, আবুল কালাম আজাদ, রাসেল আহমেদ, মাইনুল ইসলাম, জানেসার, বোরহান, জীবন, অরুন দাশ, জুয়েল, সামসুল আলম, সবুজ হোসেন, হাবিবুর রহমান হাবিব, উৎপল চক্রবর্তী ও উজ্জ্বল আচার্য্য।

নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ, আলো ও প্রপস পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, আবহ সঙ্গীত পরিকল্পনায় তপন কুমার সরকার, সঙ্গীত, কোরিওগ্রাফী ও পোষাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা, পোষ্টার ডিজাইন সাফায়েত খান, রূপসজ্জা শিল্পী সুভাশিষ দত্ত তন্ময়, প্রযোজনা অধিকর্তা এম. এ. আজাদ এবং সামগ্রিক তত্ত্বাবধানে মীর জাহিদ হাসান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone