বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিবিধ » এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না‘এক ও দুই টাকার নোট’ঃ অর্থমন্ত্রী

এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না‘এক ও দুই টাকার নোট’ঃ অর্থমন্ত্রী 

অর্থনৈতিক প্রতিবেদকঃ আগের বক্তব্য থেকে সরে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজারে থাকবে।’সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসইউ) মিলন হলে আন্তর্জাতিক অটিজম এবং অর্থপেডিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, ‘এক ও দুই টাকার নোট এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না।maney

বাজারে যেসব নোট রয়েছে সেগুলো চলতে থাকবে। এটি একটি প্রক্রিয়া। যখন সবকিছুর মূল্য পাঁচ টাকা এবং ১০ টাকায় চলে আসবে তখনই এক ও দুই টাকার নোট তুলে দেওয়া হবে।’বিএসএসইউ এর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. শাহেলা খাতুন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সালান।এর আগে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে নতুন মূল্য সংযোজন কর (মুসক) আইন নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এক ও দুই টাকার নোট ও কয়েন কোনোটাই থাকবে না বাজারে। সরকারি মালিকানায় দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা।’তার ওই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এর প্রেক্ষিতে অর্থমন্ত্রী সোমবার সকালে তার মত  বদলালেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone