বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » শিল্প-সাহিত্য » মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী আজ : সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধূমেলা

মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী আজ : সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধূমেলা 

dotto ai

নিউজ ডেস্ক : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী আজ। যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ সংলগ্ন সাগরদাঁড়ী গ্রামে ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি (বাংলা ১২ মাঘ) দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার থেকে শুরু হয়েচে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি মেলার উদ্বোধন করবেন । মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সাগরদাঁড়ীর দত্ত পরিবারে জন্ম নেয়া কবি মধুসূদনের বাবার নাম রাজ নারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী। অসাধারণ মেধার অধিকারী মধুসূদন দত্ত ব্যক্তি জীবনে ছিলেন খাম খেয়ালি, বিলাস প্রিয়। খ্যাতির মোহে আচ্ছন্ন মধুসূদন দত্ত হিন্দুধর্ম ত্যাগ করে গ্রহণ করেছিলেন খৃস্ট ধর্ম।

বিবাহিত জীবনটা খুব বেশি ভাল ছিলনা এই বিশ্ব কবির। মাদ্রাজে থাকাকালে নীলকর ডুগাল্ট ম্যাকটাভিসের আশ্রিত কন্যা রেবেকা ম্যাকটাভিসকে বিবাহ করেন। এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজ প্রফেসরের কন্যা হেনরিয়েটাকে বিবাহ করেন।

উচ্চাবিলাসী এবং বড় হওয়ার স্বপ্নচারী মদুসূদন গ্রীক, ফার্সি, জার্মান, ল্যাটিন, সংস্কৃত ভাষাসহ বহুভাষা রপ্ত করেছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ মহাকাব্য ‘মেঘনাদবধ’।

তাঁর সৃস্টির ঝুলি অনেক বেশি ভরপূর। তাঁর সৃষ্টিতে বাংলা সাহিত্য পেয়েছে অনেক বেশি পূর্ণতা। তাঁর অমর সৃষ্টির মধ্যে রয়েছে কাব্য- তিলোত্তমা সম্বব, ব্রজাঙ্গনা, বীরঙ্গনা, চতুদর্শপদী কবিতাবলী, নীতিমূলক কবিতা। নাটক- শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণ কুমারী, মায়া কানন। প্রহসন- বুড়োশালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, উপকথা- রসাল স্বর্ণ লতিকা, অশ্ব ও কুরঙ্গ, কুক্কট ও মনি, মেঘ ও চাতক, সিংহ ও মশকী। ব্যাঙ্গ রচনা- রোগ শয্যায়, দুর্যোধনের মৃত্যু। ইংরেজী রচনাবলী- দি ক্যাপটিভ লেডি প্রভূতি মধুসূদনের অমর সাহিত্য কমেৃর মদ্যে একটি।

মাইকেল মধুসূদন দত্ত অসুস্থ হয়ে ১৮৭৩ সালে ২৯ জুন কলকাতাস্থ আলীপুরের জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩০ জুন কলকাতার লোয়ার সার্কুলার রোডের খ্রিস্টান সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone