বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » শিল্প-সাহিত্য » ‘সত্য বললে সরকারের অসুবিধেটা কী!

‘সত্য বললে সরকারের অসুবিধেটা কী! 

tas

ডেস্ক রিপোর্ট : এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়েও মন্তব্য করলেন তসলিমা নাসরিন। এ নিয়ে তসলিমা তার ফেসবুক অ্যাকাউন্টে যে স্ট্যাটাসটি  দিয়েছেন, এখানে তা হুবহু তুলে দেওয়া হলো :

– বাংলাদেশের অর্থমন্ত্রী কলকাতায় গেছেন। তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, কেন বাংলাদেশ সরকার তসলিমাকে দেশে ফিরতে দিচ্ছে না। অর্থমন্ত্রী বলেছেন, `তসলিমা দেশে ফিরতে চাইলে সরকারের কোনও আপত্তি নেই।` ডাহা মিথ্যে কথা।

tas
দীপু মণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও তাই করতেন। তিনিও দেশে দেশে বলে বেড়াতেন, `তসলিমা চাইলেই দেশে ফিরতে পারে, সরকার তো বাধা দিচ্ছে না।` এই মিথ্যেগুলো বলার এঁদের দরকার কী, আমি বুঝিনা। বুক ফুলিয়ে বললেই তো হয়, `আমরা চাই না তসলিমা দেশে ফিরুক, তাই ওকে ফিরতে দিচ্ছি না, ওর বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করছি না, ওর বিদেশি পাসপোর্টে ভিসা দিচ্ছি না। এসব করছি যেন বাংলাদেশগামী কোনও বাহনে ও চড়তে না পারে। এমনকী ওর পাওয়ার অব এটর্নিতেও সই করছি না, যেন ভোগে। ও ভুগলে আমাদের আনন্দ হয়।`
স্ট্যাটাসটিতে তসলিমা আরও লিখেন,  ‘সত্য বললে সরকারের অসুবিধেটা কী! কেউ মারবে? মিথ্যে বলতে লোকগুলোর লজ্জা হয় না। এই মিথ্যুক অসৎ লোকগুলো বসে আছে সবার মাথার ওপরে। দেশের কোটি কোটি মানুষ কী করে চলবে না চলবে তার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তাঁদের।এঁদের দেখলে আমারই লজ্জা হয়। শুধু লজ্জাই নয়, ঘেন্নাও হয়।’
ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাসটি দেওয়ার পর অনেকেই শেয়ার করে দুঃখ প্রকাশ করেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone