বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » অপরাধী সনাক্ত করবে ফেসবুক

অপরাধী সনাক্ত করবে ফেসবুক 

facebook ai

অনলাইন ডেস্ক : সম্প্রতি জার্মানির লোয়ার সাক্সেনি রাজ্যের পুলিশ অপরাধীদের ধরতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করছে। শুধু লোয়ার সাক্সেনিই নয়, জার্মানির অন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরাও তদন্তের এ নতুন পদ্ধতি সারা জার্মানিতে চালুর কথা ভাবছেন।

গত বছর মার্চ মাস থেকে তদন্ত কাজে ফেসবুক ব্যবহার করছে লোয়ার সাক্সেনির পুলিশ। সামাজিক গণতন্ত্রী দলের সিনেটর মিশায়েল নয়মান মনে করেন, তদন্ত কাজে ফেসবুক ব্যবহারের এ চর্চা শিগগিরই গোটা জার্মানিতে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্ককে আর উপেক্ষা করা যায় না।

হেসে এবং মেকলেনবুর্গ-ফোরপমার্ন রাজ্যের পুলিশও অপরাধী খুঁজে পেতে সামাজিক নেটওয়ার্ক সাইটের সহায়তা নিচ্ছে। এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ নিয়মিত ‘লোয়ার সাক্সেনি পুলিশ ইনভেস্টিগেশন’ পাতাটি অনুসরণ করেন।

লোয়ার সাক্সেনির অপরাধ সংক্রান্ত পুলিশ দফতরের মুখপাত্র উয়ি শোয়েলনুস তদন্তের এ নতুন পদ্ধতিকে অত্যন্ত সফল মনে করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone